ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ওয়াং হু নিংয়ের বৈঠক
2024-04-09 17:01:59

এপ্রিল ৯: ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যান ফুন দিন হুয়ে আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ওয়াং হু নিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং হু নি বলেন, গত ডিসেম্বরে দু’দেশের নেতাদ্বয় যৌথভাবে কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন ভাগ্যের সমাজ গড়ে তোলার কথা ঘোষণা করেন। চীন ভীয়েতনামের সাথে দু’দেশের নেতাদের মতৈক্য সার্বিকভাবে বাস্তবায়ন এবং দু’দেশের অভিন্ন ভাগ্যের সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সিপিপিসিসি দু’দেশের সম্পর্ক উন্নয়নে ভিয়েতনামের সংশ্লিষ্ট সংস্থার সাথে কাজ করে যেতেও আগ্রহী।

জবাবে ফুন দিন হুয়ে বলেন, ভিয়েতনাম বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দিয়ে থাকে। ভিয়েতনাম ‘এক চীন-নীতি’-তে অবিচল আছে ও থাকবে। ভিয়েতনাম ঘনিষ্ঠভাবে চীনের সাথে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং উচ্চ মানের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও জোরদার করতে কাজ করে যাবে। (ছাই/আলিম)