চীনে বাড়ছে বনায়ন, সবুজ হচ্ছে প্রান্তর
2024-04-09 19:29:17

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক:  চীনে বনায়ন বাড়ছে, সবুজ হয়ে উঠছে আরও বেশি ভূমি। সম্প্রতি বৃক্ষরোপণ দিবসে জানা যায় ২০২৩ সালে ৫৯.৯৭ মিলিয়ন মু বা ৩.৯৯৮ মিলিয়ন হেকটর জমিতে বনায়ন করা হয়েছে।

সরকারি তথ্যে জানা যায় ২০২৩ সালে ৫৯.৯৭ মিলিয়ন মু বা ৩.৯৯৮ হেকটর জমিতে বনায়ন করা হয়েছে।

পর্বত, নদী, অরণ্য কৃষিক্ষেত্র, লেক, তৃণভূমি ও মরুভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ২০২৩ সালে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে চীন।

২০২৩ সালে চীন ৬৫.৬৮৫ মিলিয়ন মু বা ৪.৩৭৯ মিলিয়ন হেকটর জমিতে ক্ষয়প্রাপ্ত তৃণভূমিকে নতুনভাবে পরিবেশ উন্নয়ন করেছে। ২৮.৫৭৫ মিলিয়ন মু বা ১.৯০৫ মিলিয়ন হেকটর বালিময় ও পাথুরে ভূমিতে বৃক্ষরোপণ করে মরুকরণ রোধ করেছে এবং সবুজায়ন ঘটিয়েছে।

চীনের ১৮তম কমিউনিস্ট পার্টি (সিপিসি)জাতীয় কংগ্রেস ২০১২ সাল থেকে সারা দেশে সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে, সফলভাবে মোট ১.৬৮ বিলিয়ন মু  বা ১১২ মিলিয়ন হেকটর জমির সবুজায়ন সম্পন্ন করেছে। দেশের বনাঞ্চল এবং বনের ঘনত্বের পরিমাণ উভয়ই বহুবছর ধরে বৃদ্ধি পেয়েছে। রোপিত বনের আয়তন ১.৩১৪ বিলিয়ন মু বা ৮৭.৬ মিলিয়ন হেক্টরে পৌছেছে, যা বিশ্বের প্রথম স্থানে রয়েছে।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় মরুকরণ রোধ করা হয়েছে। বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে নতুন বন সৃষ্টি করা হচ্ছে।  চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর একজন   অ্যাকাডেমিসিয়ান লিউ শিরোং। তিনি বলেন  ‘গত দুই দশকের চেষ্টায় বিশ্বের একচতুর্থাংশ সবুজ ভূমি সৃষ্টিতে অবদান রেখেছে চীন। এই অর্জনে অন্তর্ভুক্ত হয়েছে প্রাথমিকভাবে মরুভূমি অঞ্চলে, উত্তরপশ্চিম চীনের শুষ্ক অঞ্চলে বড় আকারে সবুজায়ন কর্মসূচির মাধ্যমে বন সৃষ্টির প্রচেষ্টা। স্থল সবুজায়নের জন্য সম্ভাব্য সকল জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ চীনের প্রতিশ্রুতি যা বিশ্বের সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

চলতি বছর সবুজায়নের জন্য বড় পরিকল্পনা বাস্তবায়ন করছে চীন। জাতীয় পরিকল্পনা অনুসারে ১০০ মিলিয়ন মু(প্রায় ৬.৬৭ মিলিয়ন হেকটর) জমি সবুজ করে তুলবে তারা। এরমধ্যে ৫৪ মিলিয়ন মু বা ৩.৬ মিলিয়ন হেকটর ভূমিতে সৃষ্টি হবে অরণ্য। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের বাস্তুতন্ত্র সুরক্ষা এবং পুনর্গঠন বিভাগের প্রধান চাং ওয়েই বলেন, ‘এই বছর আমরা ‘ইন্টারনেট ভিত্তিক স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ প্রচারণা’ জাতীয়ভাবে চালাচ্ছি এবং দেশজুড়ে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে সবুজ অভিযান চালাচ্ছি। মার্চের ১০ তারিখে ৮ হাজার স্বেচ্ছাসেবাভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি সারাদেশে অনুষ্ঠিত হয়েছে।’

জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের তথ্যমতে এখন পর্যন্ত ৭ মিলিয়ন মু (প্রায় ৪ লাখ ৬৭ হাজার হেকটর) জমিতে সবুজায়ন সম্পন্ন হয়েছে। সবুজ পৃথিবী গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে চীন।

শান্তা/মিম