উত্তর কোরিয়া সফরে যাবে চীনের সরকারি প্রতিনিধিদল
2024-04-09 19:44:11

এপ্রিল ৯: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি-এর নেতৃত্বে, চীনা সরকারের একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়া সফর করবে। দলের সদস্যরা "চীন-উত্তর কোরিয়া বন্ধুবর্ষ"-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আসন্ন সফর সম্পর্কে মাও নিং বলেন, চীন ও উত্তর কোরিয়া পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত পরস্পরের বন্ধু ও প্রতিবেশী এবং দুই দেশ সবসময় বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ঐতিহ্য বজায় রেখে এসেছে। চলতি বছর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং 'চীন-উত্তর কোরিয়া মৈত্রী বর্ষ'। এবারের সফর হল দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের প্রতিফলন।

মুখপাত্র বলেন, উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায়, এই সফরটি সফল হবে এবং চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও গভীর ও উন্নত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (স্বর্ণা/আলিম/ছাই)