ড্রোন হামলা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেনি: আইএইএ
2024-04-08 11:15:59

এপ্রিল ৮: জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রোববার ড্রোন হামলায় স্থাপনাটির ৬ নম্বর ইউনিট ক্ষতিগ্রস্ত এবং একজন নিহত হয়েছে। কিন্তু এতে কেন্দ্রের নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়নি। গতকাল (রোববার) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ কেন্দ্রে নিযুক্ত বিশেষজ্ঞের বরাত দিয়ে এ খবর জানায়।

এ দিন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি সামাজিক তথ্য মাধ্যমে বললেন, সংস্থাটির বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, কেন্দ্রটির প্রধান চুল্লী নিয়ন্ত্রণ কাঠামো কমপক্ষে তিন বার সরাসরি হামলার শিকার হয়েছে। এমন হঠকারী হামলা ব্যাপকভাবে গুরুতর পরমাণু দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। সামরিক সিদ্ধান্তকারীদের উচিত নয় পরমাণু স্থাপনা রক্ষার মৌলিক নীতি লঙ্ঘন করা।

আইএইএ জানায়, যদিও এবারের হামলা কেন্দ্রের নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করেনি, তবুও এটি একটি গুরুতর ঘটনা এবং এমন ক্ষেত্রে চুল্লি নিয়ন্ত্রণ ব্যবস্থায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি থাকে। (প্রেমা/হাশিম/ছাই)