যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ
2024-04-08 16:24:14

এপ্রিল ৮: যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ যাত্রীবাহী বিমান, গতকাল (রোববার) ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই, ইঞ্জিনের ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। মার্কিন ফেডারেল বিমান চলাচল ব্যুরো এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। কোম্পানির সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিমানটি পরীক্ষা করছে। কোম্পানি যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

উল্লেখ্য, চলতি বছর বোয়িংয়ের একাধিক যাত্রীবাহী বিমানে ত্রুটি ধরা পড়ে। এসব ত্রুটির মধ্যে আছে বিমানর দরজা জ্যাম হয়ে যাওয়া, ইঞ্জিনে আগুন ধরে যাওয়া, উড্ডয়নের সময় টায়ার খসে পড়া, ইত্যাদি। (ছাই/আলিম)