গাজায় খাদ্যবাহী ত্রাণবহর পাঠিয়েছে জর্ডান
2024-04-08 11:00:36

এপ্রিল ৮: জর্ডান গতকাল (রোববার) গাজায় খাদ্য নিয়ে ১০৫টি ট্রাকের একটি ত্রাণবহর পাঠিয়েছে। নতুন দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ শুরুর হবার পর এটি গাজায় জর্ডানের সবচেয়ে বড় আকারের ত্রাণ সরবরাহ।

জানা গেছে, খাদ্যবাহী ত্রাণবহরটি জর্ডানের সশস্ত্র বাহিনী ও সরকার চালিত জর্ডান হাশেমাইট দাতব্য সংস্থার (জেএইচসিও) সমন্বয় ও সহযোগিতায় পাঠানো হয়। জেএইচসিও’র মহাসচিব হুসেইন শাবলি জানান, ঈদের আগে বিতরণের জন্য চাল ও ময়দাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বহন করা ত্রাণবহরটি গাজায় যাচ্ছে। পরবর্তীতে খাদ্য নিয়ে আরও কিছু ত্রাণবহর গাজায় পাঠানো হবে।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, সামরিক পক্ষ অব্যাহতভাবে মিসরের এল আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে গাজায় ত্রাণসামগ্রী পাঠাবে অথবা এয়ার-ড্রপ ও স্থল পরিবহন দিয়ে মানবিক ত্রাণ ও চিকিত্সা সরঞ্জাম পাঠাবে।

(প্রেমা/হাশিম/ছাই)