থাই রাজকুমারীর সঙ্গে ওয়াং ই-র বৈঠক
2024-04-08 19:40:21

এপ্রিল ৮: আজ (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে থাইল্যান্ডের রাজকুমারী সিরিন্দর্নের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, রাজকুমারীর অর্ধশতাধিক বার চীন সফর দু’দেশের বন্ধুত্ব জোরদারে অগ্রণী ভূমিকা রেখেছে। আর বর্তমান সফরের মাধ্যমে রাজকুমারী নিশ্চয় চীন সম্পর্কে আরও বেশি জানবেন এবং থাই বন্ধুদের সামনে চীনের উন্নয়ন সম্পর্কে বলার মতো আরও গল্প পাবেন।

ওয়াং ই বলেন, রাজকুমারী গত কয়েক দশক ধরে চীন-থাইল্যান্ড বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন এবং চীনা জনগণ এর জন্য কৃতজ্ঞ। চীন থাই রাজপরিবারের সাথে, দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের ঐকমত্য বাস্তবায়নের জন্য ও চীন-থাইল্যান্ড অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তোলার লক্ষ্যে, কাজ করে যেতে ইচ্ছুক।

জবাবে রাজকুমারী সিরিন্দহর্ন বলেন, থাই রাজপরিবার থাইল্যান্ড ও চীনের বন্ধুত্বকে লালন করে। থাইল্যান্ড আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, চীনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইচ্ছুক। (স্বর্ণ/আলিম/ছাই)