শিস্টোসোমিয়াসিস রোগ নিয়ন্ত্রণে তানজানিয়াকে সহায়তা করছে চীনা বিশেষজ্ঞরা
2024-04-08 19:23:02

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: তানজানিয়ায় শামুক-বাহিত রোগ শিস্টোসোমিয়াসিস নিয়ন্ত্রণে কাজ করছেন চীনের একদল বিশেষজ্ঞ। এই রোগটি বিলহার্জিয়া নামেও পরিচিত। এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়। অনেক সময় গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।

দেশটির জাঞ্জিবারের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ পেম্বা। এই দ্বীপের পুকুরগুলো বুলিনাস শামুকে পরিপূর্ণ। ৯০০ বর্গ কিলোমিটার দ্বীপের প্রায় ৬ লাখ বাসিন্দা পরজীবী কৃমি ও শামুক সৃষ্ট সংক্রমণে ভুগছেন।

বর্তমানে এ দ্বীপটি থেকে বুলিনাস শামুক প্রতিরোধে স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে কাজ করছেন চীনা বিশেষজ্ঞরা। গ্রামের বাসিন্দারা কাপড় ধোয় এবং  শিশুরা খেলাধুলা করে সম্প্রতি এমন একটি পুকুরের নমুনা থেকে শামুকের লার্ভার উপস্থিতি খুঁজে পেয়েছে বিশেষজ্ঞরা।

চীনা বিশেষজ্ঞ দলের প্রধান হুয়াং ইউচেং বলেন, ‘শামুক নির্মূল করার উদ্দেশ্য হলো শিস্টোসোমিয়াসিস সংক্রমণের লিঙ্ক এবং চেইনগুলো ধ্বংস করে দেওয়া। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

২০১৪ সালে ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলিতে জাঞ্জিবারে শিস্টোসোমিয়াসিস প্রতিরোধ ও চিকিৎসা সহায়তায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে চীন। চুক্তিতে তানজানিয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি