সি’র সঙ্গে ফ্রান্সের মেরিউক্স ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাত্
2024-04-08 19:06:10

এপ্রিল ৭: ফ্রান্সের মেরিউক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তাঁর স্ত্রী আজ (সোমবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

                                               

সাক্ষাতে সি চিন পিং, চীন-ফ্রান্স সম্পর্ক এবং চীনের স্বাস্থ্যসেবা উন্নয়নে সমর্থনের জন্য, মেরিউক্স দম্পতি ও  মেরিউক্স ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সি চিন পিং বলেন, বিশ্ব আজ অপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলার এক উত্তাল সময়পর্বে প্রবেশ করেছে। মানবসমাজকে কেবলমাত্র কোভিড মহামারীর মতো স্বাস্থ্য-চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না, বরং ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব এবং ইউক্রেন সঙ্কটের মতো ভূ-রাজনৈতিক সংঘাতের মুখোমুখিও হতে হচ্ছে। চীন সবসময় শান্তির পক্ষে থেকে, সবধরনের যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে, শান্তির বাণী প্রচার করছে, এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভাগ্যের সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। গত ৬০ বছরে, চীন-ফ্রান্স সম্পর্ক বিকশিত হয়েছে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব সময়ের সাথে আরও শক্তিশালী হয়েছে। চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্যায়ন করে এবং চীন-ফ্রান্স সম্পর্ককে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রান্সের সাথে উচ্চ পর্যায়ের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, দীর্ঘকাল ধরে, চীন ও ফ্রান্স স্বাস্থ্য খাতে একের পর এক সহযোগিতা করে এসেছে এবং এসব সহযোগিতা ফলপ্রসূও হয়েছে। চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে মেরিউক্স ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।

জবাবে মিস্টার মেরিউক্স, ব্যস্ততার মধ্যেও তাঁর সঙ্গে দেখা করায়, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে ফরাসি জনগণের সঙ্গে প্রেসিডেন্ট সি’র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, চীনের সাথে তার সম্পর্ক ও বন্ধুত্বের যাত্রা শুরু হয়েছিল ৪৬ বছর আগে। তিনি সবসময় চীনের উন্নয়ন ও অগ্রগতির প্রতি আগ্রহী ছিলেন। মেরিউক্স ফাউন্ডেশন সক্রিয়ভাবে ফ্রান্স-চীন বন্ধুত্ব জোরদারে এবং স্বাস্থ্য খাতে চীনের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন। (স্বর্ণা/আলিম/ছাই)