চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্প ভর্তুকির ওপর নির্ভরশীল নয়: বাণিজ্যমন্ত্রী
2024-04-08 16:32:24

এপ্রিল ৮: চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতকাল (রোববার) প্যারিসে ইউরোপ-চীন বৈদ্যুতিক গাড়ি শিল্প গোল-টেবিল বৈঠকে বলেন, তাঁর দেশের বৈদ্যুতিক গাড়ি শিল্প ভর্তুকির ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, সুসম্পূর্ণ শিল্প সরবরাহ চেইন ব্যবস্থা এবং বাজার প্রতিযোগিতার ওপর নির্ভর করে চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্প দ্রুত সামনে এগিয়ে গেছে। এ ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের ‘ওভার ক্যাপাসিটি’র অভিযোগ ভিত্তিহীন।

বাণিজ্যমন্ত্রী ওয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ নিম্ন কার্বন রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীনের বৈদ্যুতিক গাড়ি উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষায় চীনা সরকার সদা তত্পর থাকবে।

তিনি আরও বলেন, বাইরের চ্যালেঞ্জ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত, নিজেদের ক্ষমতার ওপর নির্ভর করা এবং নব্যতাপ্রবর্তনে অবিচল থাকা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)