ভাসানটেকে চীনা দূতাবাসের খাদ্য বিতরণ
2024-04-08 19:25:04

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: মুসলিম বন্ধুদের প্রতি মধুর ও আনন্দময় ঈদ উৎসবের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাসানটেক এলাকায় রমজান উপলক্ষ্যে চীনা দূতাবাসের  খাদ্য বিতরণ  অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম যোগ দেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, রমজান মুসলমানদের জন্য একটি পবিত্র মাস এবং আত্মশুদ্ধির সময়। এই মাস একতা, সংহতি এবং পারষ্পরিক সহায়তা প্রদর্শনের জন্য ভালো সময় বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। ‍তিনি বলেন, এই আদর্শ চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উদার নীতিগুলোর সঙ্গে সংগতিপূর্ণ। দুই দেশের মধ্যে পারষ্পরিক সম্মান ও সাম্য মেনে চলা উচিত বলে মতপ্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, ঢাকা উত্তরের বাসিন্দাদের প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীনা দূতাবাস সহযোগিতা ও ব্যবহারিক বন্ধুত্বের প্রকাশ ঘটাতে উদ্যোগী হয়েছে। তিনি মুসলিম বন্ধুদের আনন্দময় ঈদ উৎসবের আগাম শুভেচ্ছা জানান।

চীনা দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষ্যে চাল, সেমাই, ভোজ্য তেল, গম, চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিশেষভাবে তৈরি একহাজার প্যাকেজ বিতরণ করে।

শান্তা /মিম