গাজা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে: মিসরের সংবাদমাধ্যম
2024-04-08 19:14:55

এপ্রিল ৮: মিসরের কায়রো নিউজ টিভি আজ (সোমবার) জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো মৌলিক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস-এর প্রতিনিধিদল সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার জন্য ৭ এপ্রিল কায়রো পৌঁছায়। হামাসের প্রতিনিধিদলটি ইতোমধ্যেই কায়রো ছেড়েছে এবং চূড়ান্ত চুক্তির শর্তে একমত হওয়ার জন্য দুই দিনের মধ্যে ফিরে আসবে। খবরে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা আলোচনা চলবে।

এদিকে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গতকাল (রোববার) কায়রোতে যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে দেখা করেন। তাঁরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পরে মিসরীয় প্রেসিডেন্ট প্রাসাদ এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষই বিশ্বাস করে যে, ইসরায়েল যদি দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে সামরিক অভিযান চালায়, তাহলে তার পরিণতি গুরুতর হবে। তা ছাড়া, উভয় পক্ষই নিজেদের ভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিরোধিতা করে।

বৈঠকের সময় সিসি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ব্যাপক দুর্ভিক্ষের দিকে মোড় নিচ্ছে। তিনি গাজায় অবিলম্বে ও বিনাশর্তে জরুরিভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

গতকাল (রোববার) ফিলিস্তিনের গাজা অঞ্চলের স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি-ইসরায়েল নতুন দফা সংঘাত শুরুর পর থেকে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৭৫ হাজার আহত হয়েছেন।  (স্বর্ণা/আলিম/ছাই)