চুমুলাংমা পর্বত পরিষ্কার করবে নেপালের সেনাবাহিনী
2024-04-08 19:15:45

এপ্রিল ৮: নেপালের সেনাবাহিনী গতকাল (রোববার) এক ঘোষণায় বলেছে, তারা নেপালের দিক থেকে চুমুলাংমা পর্বতে আরোহণকারীদের  ফেলে যাওয়া প্রায় ১০ টন বর্জ্য পরিষ্কার করতে এবং পাঁচ পর্বতারোহীর মৃতদেহ ফিরিয়ে আনতে একটি দল পাঠাবে।

এবারের কার্যক্রমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সঞ্জয় দেউজা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি মাসের ১১ তারিখে, নেপালের  সেনাবাহিনী চুমুলাংমা পর্বত, লোটসে পর্বত এবং নুবুতসে পর্বত পরিষ্কার করার জন্য তিনটি দল পাঠাবে। এতে নেপালি শেরপা মাউন্টেন গাইড সহায়তা প্রদান করবে, এবং সম্পূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রম ৫০ দিন স্থায়ী হবে।

নেপালি সেনাবাহিনী ২০১৯ সাল থেকে "পর্বত পরিষ্কার অভিযান" শুরু করে। পরিষ্কার করা বর্জ্য বায়োডিগ্রেডেবল এবং নন-বায়োডিগ্রেডেবল আলাদাভাবে নিষ্পত্তি করা হয়। (স্বর্ণ/আলিম/ছাই)