যেভাবে মহাকাশ স্টেশন পরিষ্কার রাখেন চীনের নভোচারীরা
2024-04-08 19:29:52

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ স্টেশন থিয়ানকং বা স্বর্গীয় প্রাসাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ যন্ত্রের ব্যবহার করেছেন শেনচৌ-১৭’র নভোচারীরা।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে নভোচারী থং হংবো, থং শেংচি এবং চিয়াং সিনলিনের  পরিষ্কার করার ভিডিও প্রকাশ করে চায়না ম্যান্ড স্পেস এজেন্সি। 

ভিডিও বার্তায় দেখা যায়, নভোচারীরা চুলে রিঞ্জ ফ্রী শ্যাম্পু ক্যাপ এবং বিশেষভাবে ডিজাইন করা চুলের ক্লিপ ব্যবহার করছেন, যা একই সঙ্গে চুল কেটে পরিষ্কারও করবে। এছাড়া বিভিন্ন পার্সেল বাছাই করে নিজেদের থাকার জায়গা পরিষ্কারও করতে দেখা যায় নভোচারীদের।

শেনচৌ-১৭’র মহাকাশচারীরা পাঁচ মাসেরও বেশি সময় ধরে এই কক্ষপথে অবস্থান করছেন এবং দুটি স্পেসওয়াকসহ একাধিক কাজ সম্পন্ন করেছেন।

গেল ২৬ অক্টোবর শেনচৌ-১৭ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করে চীন। আর এটি ছিল চীনের ১২তম মানববাহী মহাকাশযান। এই মহাকাশযানের তিন মহাকাশচারী প্রায় ছয় মাস কক্ষপথে অবস্থানের পর এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি-সিসিটিভি