চীনের স্টেট কাউন্সেলরের সঙ্গে থাই রাজকুমারীর বৈঠক
2024-04-08 19:18:52

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন রোববার বেইজিংয়ে থাইল্যান্ডের রাজকুমারী মহা চক্রী সিরিন্দর্নের সাথে দেখা করেছেন।

শেন প্রিন্সেস সিরিন্দহর্নকে চীনে স্বাগত জানান এবং তাকে রাজা মহা ভাজিরালংকর্নের প্রতি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের  সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

তিনি চীন ও থাইল্যান্ডের জনগণের মধ্যে আদান-প্রদান এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধিতে প্রিন্সেস সিরিন্দহর্নের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

শেন বলেন, , চীন থাইল্যান্ডের সঙ্গে কাজ করতে এবং দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে ইচ্ছুক। দুই দেশের বন্ধনকে এক পরিবারের মতো বলে উল্লেখ করেন শেন। তিনি আশা প্রকাশ করেন যে, চীন-থাইল্যান্ড একটি অভিন্ন ভবিষ্যতের সমাজ নির্মাণে এগিয়ে যাবে।

সিরিন্দহর্ন বলেছেন যে তিনি যতবার চীন সফর করেন, ততবার তিনি চীনা জনগণের উষ্ণতা এবং বন্ধুত্ব অনুভব করতে পারেন। তিনি আশা করেন যে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীর করবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব চিরকাল স্থায়ী হবে।

শান্তা/ঐশী

তথ্য: সিসিটিভি