‘চীনের সাথে সম্পর্কের ওপর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো গুরুত্ব দেয়’
2024-04-08 17:37:02

এপ্রিল ৮: সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দ ও পররাষ্ট্রমন্ত্রীরা চীন সফর করেন। এতে প্রতিফলিত হচ্ছে যে, এসব দেশ চীনের সাথে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন কূটনীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেয়। চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো হলো অভিন্ন ভাগ্যের প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। চীন ও আসিয়ান টানা চার বছর ধরে একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের প্রথম দুই মাসে চীনের আসিয়ান দেশগুলোর সাথে বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৯৩২ কোটি ইউয়ান আরএমবি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮.১ শতাংশ বেশি।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। ইতোমধ্যে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড পারস্পরিক ভিসামুক্ত সুবিধার আওতায় এসেছে। চলতি বছর ‘চীন-আসিয়ান সাংস্কৃতিক বিনিময় বর্ষ’ উপলক্ষে ধারাবাহিক কার্যকলাপ আয়োজিত হবে।

মাও নিং আরও বলেন, চলতি বছর হলো ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ-দফা নীতি’ গ্রহণের ৭০তম বার্ষিকী। চীন প্রতিবেশী দেশগুলোর সাথে যৌথভাবে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধ ও সুন্দর এশিয়া পরিবার গড়ে তুলতে ইচ্ছুক। (ছাই/আলিম)