সি’র সঙ্গে ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যানের সাক্ষাত্
2024-04-08 16:27:07

এপ্রিল ৮: ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যান ফুন দিন হুয়ে আজ (সোমবার) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাতে সি গত বছরের শেষ দিকে তাঁর ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে বলেন, দু’দেশের সম্পর্কের সবচেয়ে স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হল সাম্য ও অভিন্ন ভাগ্য। দু’দেশ একে অপরের ‘কমরেড ও ভাই’।

সি বলেন, তাঁর দেশ ভিয়েতনামের সাথে পার্টি ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। এ অবস্থায়, দু’পক্ষকে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং ভিয়েতনামের ‘দুই করিডোর ও এক অঞ্চল’ উদ্যোগের সংযুক্তির কাজ এগিয়ে নিতে হবে। তিনি দু’দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।  

জবাবে ফুন দিন হুয়ে বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও সরকার চীনের উন্নয়ন ও অগ্রগতির উচ্চ মূল্যায়ন করে। তাঁর দেশ বিশ্বাস করে যে, চীন অবশ্যই সময়মতো সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আরও বেশি অবদান রাখবে।

তিনি বলেন, ভিয়েতনাম দৃঢ়ভাবে ‘এক চীন-নীতি’ মেনে চলবে। তাঁর দেশ তাইওয়ান, হংকং, সিনচিয়াং ও তিব্বত ইস্যুকে চীনের অভ্যন্তরীণ ব্যাপার বলে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দিয়ে থাকে। ভিয়েতনাম ঘনিষ্ঠভাবে চীনের সাথে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং উচ্চ মানের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও জোরদার করতে কাজ করে যাবে। (ছাই/আলিম)