চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন অর্থমন্ত্রী
2024-04-07 18:37:55

এপ্রিল ৭: চীন সফররত মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন আজ (রোববার) বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে লি ছিয়াং বলেছেন, দু’দেশের নেতাদের দিক-নির্দেশনায় বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল রয়েছে। এর আগে দু’দেশের নেতারা ফোনালাপে সংলাপ জোরদার করা, মতভেদ নিয়ন্ত্রণ করা, সহযোগিতা বেগবান করা এবং দু’দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের কথা জোর দিয়ে বলেছেন। চীন আশা করে যে, দু’দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হবে। দু’দেশ পরস্পরকে সম্মান করা, শান্তিপূর্ণ সহাবস্থান করা এবং অভিন্ন কল্যাণের সহযোগিতা করতে পারে।

প্রধানমন্ত্রী লি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক সত্তা। দু’দেশের অর্থনৈতিক স্বার্থ গভীরভাবে সংযুক্ত। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা দু’দেশের উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। দু’দেশকে যোগাযোগ বাড়িয়ে মতভেদ দূর করার উপায় খুঁজতে হবে, যাতে উভয় দেশের প্রতিষ্ঠান ও জনগণের কল্যাণ হয়। চীনের নতুন উত্পাদন শক্তি-চালিত শিল্পের উন্নয়ন বিশ্বব্যাপী সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চীন জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগত সমন্বয় জোরদার করতে চায়।

মাদাম ইয়েলেন বলেন, যৌথ প্রচেষ্টায় দু’দেশের সম্পর্ক আরো স্থিতিশীল হয়েছে। যুক্তরাষ্ট্র দু’দেশের অর্থনৈতিক আলোচনা ও সহযোগিতার অগ্রগতির প্রশংসা করে। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বিচ্ছিন্নতা চায় না। যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে দু’দেশের নেতাদের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চায়। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আন্তরিক যোগাযোগ করা, ভুল বোঝাবুঝি এড়ানো, গভীরভাবে সহযোগিতা চালানো এবং যথাযথভাবে মতভেদ নিয়ন্ত্রণ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী।

(ছাই/তৌহিদ)