গত মার্চের শেষ দিকে চীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৩২৪৫.৭ বিলিয়ন মার্কিন ডলার
2024-04-07 18:27:33

এপ্রিল ৭: চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো আজ (রোববার) প্রকাশিত পরিসংখ্যানে জানায়, গত মার্চ মাসের শেষ দিকে চীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩২৪৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত ফেব্রুয়ারির চেয়ে ১৯.৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি; এর প্রবৃদ্ধির হার ০.৬২ শতাংশ।

 

জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালের মার্চে মার্কিন ডলারের সূচক বেড়েছে, বৈশ্বিক আর্থিক সম্পদের দাম সামষ্টিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কারণে মার্চ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও বেড়েছে।

(ওয়াং হাইমান/তৌহি/ছাই)