ছিংমিং ছুটিতে চীনে গমনাগমণের সংখ্যা ৫১ লাখ ৮৯ হাজার
2024-04-07 17:57:53

এপ্রিল ৭: চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরো আজ (রোববার) প্রকাশিত পরিসংখ্যানে জানায়, এ বছর ছিংমিংয়ের ছুটিতে গোটা চীনের স্থলবন্দরে যাতায়াত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলেছে। চীনে দেশি-বিদেশি গমনাগমণের সংখ্যা ৫১ লাখ ৮৯ হাজার। দৈনিক গড় যাতায়াতকারী ১৭ লাখ ৩০ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৯.৬ শতাংশ বেশি।

এর মধ্যে হংকং, ম্যাকাও ও তাইওয়ানের অধিবাসীদের যাতায়াতের পরিমাণ ২২ লাখ ৬৭ হাজার; যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫.৯ শতাংশ বেশি। মূলভূভাগের অধিবাসীদের যাতায়াতকারী ২৪ লাখ ২২ হাজার; যা গত বছরের একই সময়ের তুলনায় ১০১.৭ শতাংশ বেশি। পাশাপাশি, বিদেশি যাতায়াতকারীর সংখ্যা ৫ লাখ; যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬৩.২ শতাংশ বেড়েছে।

 

জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরোর একীভূত স্থাপনা অনুযায়ী, গোটা চীনের সীমান্ত পরিদর্শন সংস্থাগুলোর উচিত যথাযথভাবে  নিজেদের স্থলবন্দর দিয়ে যাতায়াতের অবস্থা প্রকাশ করা। যাতে ৩০ মিনিটের মধ্যে জাতীয় শুল্ক বিভাগে তথ্য সংযুক্ত করা যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)