ঐতিহ্যবাহী পোশাকের বিক্রি বেড়েছে চীনে
2024-04-07 19:05:04

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: ঐতিহ্যবাহী চীনা ধাঁচের পোশাকের চাহিদা বেড়েছে চীনজুড়ে। চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চীনা তরুণ-তরুণীদের ক্রমবর্ধমান আগ্রহই এর কারণ। এমনটা জানা গেছে চীনের জাতীয় বস্ত্র ও পোশাক কাউন্সিলের তথ্যে।

এবারের বসন্ত ভ্রমণেও চীনাদের নতুন শৈলীর পোশাক পরে ঘুরতে দেখা গেছে দেশটির জনপ্রিয় পর্যটন স্থানগুলোয়।

বিক্রেতারাও জানালেন, আগের চেয়ে চাইনিজ-স্টাইলের পোশাকের বিক্রি বেড়েছে প্রায় ৬০ শতাংশ বেশি।

বস্ত্র ও পোশাক কাউন্সিলের তথ্যানুযায়ী, গতবছর নতুন চীনা স্টাইলের পোশাকের বাজার ছিল ১০০ কোটি ইউয়ানের (প্রায় ১৪ কোটি ১০ লাখ ডলার)। গত তিন বছরে, এ পণ্যগুলোর লেনদেনের পরিমাণ দ্বিগুণ বেড়েছে বলেও জানিয়েছে কাউন্সিল।

চলতি বছরের জানুয়ারি থেকে চীনের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতেও বেড়েছে নতুন চাইনিজ স্টাইলের পোশাকের কেনাবেচা। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ছয় গুণ বেশি।

ফয়সল/নাহার

তথ্য ও ভিডিও: সিসিটিভি