ইকুয়েডর থেকে সব কূটনীতিবিদ ও তাদের পরিবার প্রত্যাহার করবে মেক্সিকো
2024-04-07 18:55:57

এপ্রিল ৭: গতকাল (শনিবার) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইকুয়েডরে অবস্থানরত সব কূটনৈতিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করবে। প্রথম দফায় ১৮জন কূটনীতিক রোববারের ফ্লাইটে মেক্সিকোতে ফিরে যাওয়ার কথা। এদিকে, ইকুয়েডরে মেক্সিকোর দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

গত শুক্রবার স্থানীয় সময়, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ইকুয়েডরের পুলিশ জোরপূর্বক মেক্সিকোর দূতাবাসে প্রবেশ করে  এবং সেখানে আশ্রিত প্রার্থনাকারী ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্লাসকে আটক করে। এই কাজটি ছিল আন্তর্জাতিক আইন এবং মেক্সিকান সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এজন্য ইকুয়েডর সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো।

 (স্বর্ণা/তৌহিদ/ছাই)