চীনা আধুনিকায়ন নিয়ে আলোচনা করতে সিয়ামেনে সিনোলজিস্টরা
2024-04-07 19:02:43

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক : বিশ্বজুড়ে চীনা আধুনিকীকরণকে বোঝানোর জন্য তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেয়া প্রচার করতে একটি আন্তর্জাতিক সিনোলজিস্টদের (চীন বিশেষজ্ঞ) অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে এই সম্মেলনে ২০ জন সিনোলজিস্ট জড়ো হন।

 

এই ইভেন্টের আয়োজন করে সিয়ামেন বিশ্ববিদ্যালয়। ইভেন্টটি সিনোলজিস্ট এবং চীনের আধুনিকায়নে আগ্রহী ব্যক্তিদের চীনের উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে তাদের মতামত আদান-প্রদানের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

 

এদিন, একটি গোলটেবিল সংলাপ এবং দুটি সমান্তরাল ফোরামও অনুষ্ঠিত হয়। এতে সভ্যতার মধ্যে আদান-প্রদানে ভাষা, অনুবাদকদের ভূমিকার পাশাপাশি প্রাচীন সামুদ্রিক সিল্ক রোডে ফুচিয়ান প্রদেশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

 

আয়োজকরা জানান, ফোরাম এবং কথোপকথন ছাড়াও, ইভেন্টের সিনোলজিস্টদের গবেষণা এবং চীনা আধুনিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে আরও ভালভাবে বোঝার জন্য ফুচিয়ানের অন্যান্য শহরগুলোতে যাওয়ার ব্যবস্থা করা হবে।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি