চীনকে প্রতিরোধে ‘অকাস চুক্তিতে’ জাপানের যোগদান নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া
2024-04-07 17:59:50

 

এপ্রিল ৭: ব্রিটিশ ‘ফিনান্সিয়াল টাইমস’ আজ (রোববার) জানিয়েছে যে, চীনকে প্রতিরোধে গঠিত ‘অকাস চুক্তিতে’ নতুন সদস্য হিসেবে জাপানের যোগদান নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া।

জানা গেছে, অকাস চুক্তিতে জাপানের যোগদান নিয়ে দেশটিতে বিতর্ক রয়েছে। টোকিও সবসময়  অকাস চুক্তির দৃঢ় সমর্থক হলেও, অকাস চুক্তির সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ থাকায় কিছু জাপানি কর্মকর্তারা এ ব্যাপারে সতর্ক করেন। জাপানি প্রধানমন্ত্রী গত মে মাসে ‘ফিনান্সিয়াল টাইমস’ এবং অন্যান্য মিডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন যে, অকাস চুক্তিতে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি জাপান।

‘অকাস চুক্তি সম্পর্কে এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠিত তথাকথিত ‘তৃপক্ষীয় নিরাপত্তা অংশীদারি সম্পর্কের’ বাস্তবতা হচ্ছে সামরিক সহযোগিতার মাধ্যমে সামরিক বৈরিতা সৃষ্টি করা। যা পুরোপুরি শীতল যুদ্ধের মানসিকতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। এর বিরোধিতা করে চীন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)