নিকারাগুয়া—ইকুয়েডর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
2024-04-07 15:18:15

এপ্রিল ৭: ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে নিকারাগুয়া। গতকাল (শনিবার) প্রকাশিত এক ইস্তাহারে এ খবর বলা হয়েছে।

ইস্তাহার অনুযায়ী, নিকারাগুয়া দৃঢ়ভাবে ইকুয়েডর সরকারের “আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের” নিন্দা জানায়। ইস্তাহার প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে নিকারাগুয়া আনুষ্ঠানিকভাবে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক কনভেনশনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জোর দিয়ে বলেছে।

উল্লেখ্য, ইকুয়েডরের তথ্য মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় দেশটির নিরাপত্তা বাহিনী সাজোঁয়া গাড়ি চালিয়ে দেশটিতে নিযুক্ত মেস্কিকো দূতাবাসে প্রবেশ করে, দেশটির সাবেক ভাইস-প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে গ্রেপ্তার করেছে।

(প্রেমা/তৌহিদ/ছাই)