চীনে পুরনো গাড়ির বিক্রি বেড়েছে
2024-04-07 18:58:37

এপ্রিল ৭, সিমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীনে ব্যবহৃত পুরনো গাড়ি বিক্রির হার গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। দেশটির অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এ তথ্য।

 

সংস্থাটি বলছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় ১৯৫ দশমিক ৯৩ ইউয়ান মূল্যের মোট ২ দশমিক ৮৯ মিলিয়ন ব্যবহৃত পুরনো গাড়ি বিক্রি হয়েছে।

 

সংস্থাটির তথ্য বলছে, এই সময়কালে ১ লাখ ৫৪ হাজার ২০০টি ব্যবহৃত পুরনো পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি বিক্রি হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৩ শতাংশ বেশি। আর এরমধ্যে শুধু ফেব্রুয়ারি মাসেই বিক্রি হয়েছে ৬৪ হাজার ৭০০টি ব্যবহৃত পুরনো পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৮ শতাংশ বেশি।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া