পেইচিয়াংয়ে ২০২৪ সালের প্রথম বন্যা
2024-04-07 18:05:05

এপ্রিল ৭: সম্প্রতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে চুচিয়াং নদীর পানি বেড়ে পেইচিয়াংয়ে উল্লেখযোগ্য বন্যা দেখা গেছে। আজ (রোববার) পেইচিয়াংয়ে প্রধান প্রবাহ শিচিয়াওশুইওয়েন স্টেশনে পানি প্রবাহের হার বেড়েছে সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার। পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘চীনের প্রধান নদীর জন্য বন্যা সংখ্যার নিয়ম’ অনুযায়ী বেইজিংয়ে ২০২৪ সালের প্রথম বন্যা সংঘটিত হয়। ১৯৯৮ সাল থেকে বন্যার পরিসংখ্যানের পর সবার আগে সংঘটিত বন্যা এটি।

পানিসম্পদ মন্ত্রণালয় পর্যবেক্ষণ ও পূর্বাভাস জোরদার করেছে এবং আগাম বিজ্ঞপ্তি জারি করে ও বন্যা প্রতিরোধের স্তর উন্নীত করে পঞ্চম জরুরি প্রতিক্রিয়া শুরু করেছে।

(ছাই/তৌহিদ)