ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
2024-04-07 15:36:50

এপ্রিল ৭: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়ায় নিযুক্ত ইরানের দূতাবাসে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব দেবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েলকে জঙ্গি হামলার জন্য শাস্তি পেতে হবে।

ইরানের সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ হোসেন বাঘেরি বলেন, উপযুক্ত সময়ে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে, যাতে শত্রুদের ক্ষতি করা যায় এবং ইসরায়েল অনুতপ্ত হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায় নিতে হবে।

উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ায় নিযুক্ত ইরানের দূতাবাসের কনস্যুলার বিভাগে বিমানহামলা চালানো হয়। এতে অন্তত ১৩জন নিহত হয়। ইরান জানিয়েছে, নিহতদের মধ্যে ইসলামি বিপ্লবী রক্ষা বাহিনীর কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন।

(অনুপমা/তৌহিদ)