গরমরোধী পণ্যের বিক্রি বেড়েছে চীনে
2024-04-07 19:01:57

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনে চলছে বসন্ত। তবে এ ঋতু শেষ হলেই শুরু হবে গ্রীষ্মকাল। তখন প্রখর রোদের হাত থেকে ত্বক বাঁচাতে চীনারা এখন থেকেই কিনতে শুরু করেছে গরমরোধী পণ্য।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ইয়ু আন্তর্জাতিক বাণিজ্য শহরে সানস্ক্রিন, সানগ্লাস, টুপি এবং ছাতার মতো পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।

 

এ ছাড়া সান প্রোটেকশন কাপড়, মাস্ক এবং আর্ম স্লিভের চাহিদাও বেড়েছে।

তোং ওয়েই নামের এক বিক্রেতা বললেন, মে পর্যন্ত অর্ডার বুক করা হয়েছে। আমরা প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার পিস মুখমণ্ডলের সুরক্ষায় ব্যবহৃত মাস্ক বিক্রি করছি।

 

ইয়ুর কারখানাগুলোয় অর্ডার সরবরাহে ব্যস্ত সময় পার করছেন কারখানার কর্মীরা।

 

চায়না ইনসাইটস কনসালটেন্সির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীনের সান প্রোটেকশন পোশাকের বাজারের আকার ছিল ৭৪২০ কোটি ইউয়ান। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে এই বাজার আরও বেড়ে ৯৫৮০ কোটি ইউয়ানে পৌঁছাবে।

 

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি