চীনের তৈরি ফাস্ট টেলিস্কোপ ব্যবহার করতে পারবেন বিশ্বের বিজ্ঞানীরা
2024-04-06 20:45:48

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুইচৌ প্রদেশে আছে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ড-অ্যাপারচার টেলিস্কোপ। যার নাম অ্যাপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ ও সংক্ষেপে ফাস্ট। এ বছর আবারও ফাস্ট টেলিস্কোপ ব্যবহারের জন্য বিশ্বের গবেষকদের সুযোগ দিতে চলেছে চীন। এর জন্য শনিবার মধ্যরাত থেকে গ্রহণ করা হবে আবেদন।

এর আগে ২০২১ সালে ৫০০ মিটার ব্যাসের টেলিস্কোপটি ব্যবহারের সুযোগ দেওয়া হয় আন্তর্জাতিক বিজ্ঞানীদের। এরপর থেকে সারা বিশ্বের গবেষকরা ফাস্ট দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেছেন প্রায় ৯০০ ঘণ্টা।

চীনের তৈরি ফাস্ট টেলিস্কোপটি দিয়ে এখন চীনা ও আন্তর্জাতিক গবেষকরা বছরে গড়ে ৫ হাজার ৩০০ ঘণ্টা মহাকাশ পর্যবেক্ষণ করছেন। মহাকাশে পালসার নক্ষত্র অনুসন্ধান থেকে শুরু করে আকাশের হাইড্রোজেন জরিপের কাজও করা হচ্ছে সুবিশাল এ টেলিস্কোপ দিয়ে।

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: সিসিটিভি