এ বছর চীনে শিল্পপ্রতিষ্ঠানের আয় স্পষ্টভাবে বেড়েছে
2024-04-06 19:10:18

এপ্রিল ৬: সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, এ বছর বাজারের চাহিদা অব্যাহত বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনে শিল্প উত্পাদনকাজ দ্রুত বেড়েছে, শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার আয় স্পষ্টভাবে উন্নত হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়, এ বছরের প্রথম দুই মাসে গোটা চীনে শিল্পপ্রতিষ্ঠানের আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪.৫ শতাংশ বেশি হয়েছে, যা গত বছরের মোট আয় বৃদ্ধির গতির তুলনায় ৩.৪ পয়েন্ট বেশি। শিল্পপ্রতিষ্ঠানের আয় বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। যা চীনের ইতিবাচক পরিবেশ প্রমাণ করেছে।

বছরের প্রথম দুই মাসে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রাষ্ট্র-নিয়ন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ০.৫ শতাংশ বেশি হয়েছে। পাশাপাশি, ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা ১২.৭ শতাংশ বেড়েছে, বিদেশি ব্যবসায়ী এবং হংকং, ম্যাকাও, তাইওয়ানের পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা ৩১.২ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে, বড়, মাঝারি ও ক্ষুদ্র আকারের শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা যথাক্রমে ৮.০, ৬.০ ও ১৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)