ছিংমিং উৎসবে চীনা বক্স অফিসে রেকর্ড
2024-04-06 20:35:20

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এবারের সমাধি পরিষ্কার উৎসব তথা ছিংমিং উৎসবে রেকর্ড গড়েছে দেশটির বক্স অফিস। ছিংমিংয়ের ছুটিতে চীনা বক্স অফিসে আয় হয়েছে ৬০ কোটি ইউয়ান। চীনের সিনেমার টিকেটিং প্লাটফর্ম মাওইয়ান জানাল এ তথ্য।

ছুটির প্রথম দিন বিক্রি হয় প্রায় ৯০ লাখ টিকিট। এ সময় চীনা বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করেছে এক ডজনেরও বেশি সিনেমা। তবে সবাইকে ছাড়িয়ে গেছে জাপানি পরিচালক হায়াও মিয়াজাকির অস্কারজয়ী এনিমেশন ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ সিনেমাটি। ১৮ কোটি ইউয়ানের বেশি আয় করে বক্স অফিসের শীর্ষে আছে এটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গডজিলা ও কং নিয়ে তৈরি দ্য নিউ এম্পায়ার সিনেমাটি।

বক্স অফিসে চীনের তৈরি সিনেমার মধ্যে ভালো ব্যবসা করছে পরিচালক কু সিয়াওকাংয়ের তৈরি ডুয়েলিং বাই দ্য ওয়েস্ট লেক মুভিটি। সিনেমাটির গল্প একটি আর্থিক প্রতারণাকে ঘিরে এগোলেও চীনের হাংচৌ শহরের দারুণ সব ভূদৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এতে। কু সিয়াওকাং পরিচালিত মাউন্টেন অ্যান ওয়াটার সিরিজের দ্বিতীয় সিনেমা এটি।

 

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: সিসিটিভি