চীন-যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বৈঠকে সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা নিয়ে আলোচনা
2024-04-06 20:46:46

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ৩ থেকে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চীন-মার্কিন যুক্তরাষ্ট্র মিলিটারি মেরিটাইম কনসাল্টেটিভ এগ্রিমেন্ট (এমএমসিএ) ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকের উদ্দেশ্য হলো দুই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সুস্থ, স্থিতিশীল এবং টেকসই সম্পর্কের উন্নয়ন ঘটানো।

২০২১ সালের ডিসেম্বরের পর এটাই প্রথম এ ধরনের বৈঠক। আগের বৈঠকটি ছিল ভার্চুয়াল।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাওয়াইয়ের বৈঠকে উভয় পক্ষ ২০২১ সালের পর থেকে আকাশ এবং সমুদ্র প্রতিরক্ষার চীন-মার্কিন বিধিগুলো বাস্তবায়ন মূল্যায়ন করেছে এবং দুই দেশের মধ্যে সমুদ্রপথে সামরিক নিরাপত্তা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বৈঠকে চীন জানিয়েছে নৌ চলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতার নামে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে বিপদগ্রস্ত করে এমন যেকোনো পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করে এবং আইন অনুসারে সকল ঝুঁকিপূর্ণ ও উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।

 

শুভ/ফয়সল

 

তথ্য ও ছবি: সিজিটিএন