ইরোকুইস রিফে ফিলিপিন্সের অভিযান ইস্যুতে বেইজিংয়ের মন্তব্য
2024-04-06 19:18:34

এপ্রিল ৬: গতকাল (শুক্রবার) ফিলিপিন্সের বেশ কয়েকটি জাহাজ চীনের নানশা দ্বীপপুঞ্জের ইরোকুইস রিফের কাছাকাছি সমুদ্রে অবৈধ কার্যকলাপ চালিয়েছে। চীনা সামুদ্রিক পুলিশ আইন অনুযায়ী তা মোকাবিলা করেছে। এজন্য পেশাদারি আচরণ করা হয়েছে। চীনের সামুদ্রিক পুলিশ ব্যুরোর মুখপাত্র কান ইউ শনিবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ইরোকুইস রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায় চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। ফিলিপিন্সের সরকারি জাহাজগুলো ‘মৎস্য রক্ষার’ আড়ালে অবৈধভাবে সীমানা লঙ্ঘন করেছে ও উস্কানি দিয়েছে এবং মিডিয়া ইচ্ছাকৃতভাবে প্রচারণা ছড়িয়েছে ও বিভ্রান্তি তৈরি করেছে। যা দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্থ করেছে। চীন ফিলিপিন্সকে জানায় যে, এই অপকৌশল নিষ্ফল হবে। চীনা সামুদ্রিক পুলিশ আইন অনুযায়ী চীনের অধীনস্থ জলসীমায় নিয়মিত অধিকার রক্ষা করে, আইন প্রয়োগ করে এবং দৃঢ়ভাবে ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ নিশ্চিত করবে।

(ছাই/তৌহিদ)