কুয়াংসিতে সীমান্ত বন্দর পরিদর্শন করেন ওয়াং ই
2024-04-06 20:24:56

এপ্রিল ৬: চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই গতকাল (শুক্রবার) কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, কুয়াংসিয়ের উচিত সীমান্তবন্দর নির্মাণকাজ জোরদার করা, বহির্বিশ্বে কুয়াংসি’র উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রচার করা, চীন-আসিয়ান সহযোগিতা প্রচার করা এবং দেশীয় ও আন্তর্জাতিক দ্বৈত-চক্রের বাজার পরিচালনায় ক্রমাগত নতুন প্রাণশক্তি যোগান দেওয়া।

ওয়াং ই বলেন, কুয়াংসি চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ এবং চীন ও আসিয়ানের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ "জানালা"। এ অঞ্চলটি সামগ্রিক জাতীয় উন্নয়ন ও কূটনীতিতে একটি অনন্য ভূমিকা পালন করে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, কুয়াংসি’র উচিত ভিয়েতনামের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বাড়ানো, চীন-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ জনমত ও সামাজিক ভিত্তি সুসংহত করা, আন্তঃসীমান্ত অবকাঠামো সংযোগের উন্নতি বজায় রাখা এবং একটি স্মার্ট ও সুবিধাজনক, যৌগিক, বন্ধুত্বপূর্ণ, সার্বিক ও নিরাপদ সীমান্তবন্দর গঠন করা। যাতে গুরুত্বপূর্ণ চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনে আরও বেশি অবদান রাখা যায়।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)