চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার ধারণা প্রত্যাখ্যান মার্কিন অর্থমন্ত্রীর
2024-04-06 20:30:11

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের ‘বিচ্ছিন্নতার’ দৃঢ় বিরোধিতা করেছেন চীনে সফররত যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। শুক্রবার দক্ষিণ চীনের কুয়াংচৌতে আমেরিকান চেম্বার অব কমার্স-এর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমনটা বলেন ইয়েলেন। চীনে ৪ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ছয় দিনের সফরে এখন কুয়াংচৌতে আছেন তিনি।

জ্যানেট ইয়েলেন বলেন, তিনি তার সফরের শুরুতে চীনে আমেরিকান ব্যবসায়ীদের হয়ে কথা বলতে পেরে বেশ আনন্দিত। চীনের অর্থনৈতিক ইতিহাসে কুয়াংচৌ একটি গুরুত্বপূর্ণ শহর এবং শহরটি চীনে বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে আছে বলেও মন্তব্য করেন মার্কিন অর্থমন্ত্রী।

একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির সুবাদে আমেরিকান উৎপাদনকারীদের জন্য চীন একটি বিশাল বাজার বলে জানান জ্যানেট। তিনি বলেন, পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা কখনই বাস্তবসম্মত বা কাম্য নয়।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের মধ্যে ফোনালাপের পর চীন সফরে আসেন ইয়েলেন। গত এক বছরেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় চীন সফর।

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: সিসিটিভি