‘ইসরায়েল থেকে দূরে থাকুন, যাতে ক্ষতি না হয়’: ইরানের সতর্কতা
2024-04-06 20:26:15

এপ্রিল ৬: ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক উপ-পরিচালক মোহাম্মদ জামশেদি গতকাল (শুক্রবার) বলেছেন যে, ইরান মার্কিন সরকারকে একটি "লিখিত বার্তা" পাঠিয়েছে। সে বার্তায় যুক্তরাষ্ট্রকে ইসরায়েল থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে। জবাবে, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না বানানোর দাবি জানিয়েছে ওয়াশিংটন।

জামশেদি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এক লিখিত বার্তায়, ইসলামিক প্রজাতন্ত্র ইরান মার্কিন নেতাদের নেতানিয়াহুর ফাঁদে পা না-দেওয়ার জন্য সতর্ক করেছে। বলেছে, দূরে থাকুন, যাতে আপনি আঘাত না পান।’

জামশেদি বলেন যে, উপরের তথ্যের প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র "ইরানকে মার্কিন স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু না করতে বলেছে।"

(স্বর্ণা/তৌহিদ/ছাই)