ছিংমিং ছুটির যাত্রী প্রবাহ মোকাবিলায় চীনের বিভিন্ন বিভাগের ইতিবাচক উদ্যোগ
2024-04-06 19:09:29

এপ্রিল ৬: আজ (শনিবার) চীনের ছিংমিং ছুটির শেষ দিন। এদিন যাত্রীদের ব্যাপক প্রবাহ মোকাবিলায় ইতিবাচক উদ্যোগ নিয়েছে চীনের বিভিন্ন বিভাগ।

চীনের জাতীয় রেল গোষ্ঠী লিমিটেড কোম্পানির পরিসংখ্যানে বলা হয়, এদিন গোটা চীনে রেলপথে এক কোটি ৭৯ লাখ যাত্রী যাতায়াত করবে বলে অনুমান করা হচ্ছে। গত ৫ এপ্রিল অর্থাত্ গতকালের এই সংখ্যা ছিল এক কোটি ৩৩ লাখ ৭ হাজার। পরিবহনকাজ স্থিতিশীল ও সুশৃঙ্খলভাবে চলছে।

যাত্রীদের যাতায়াতের চাহিদা পূরণে জাতীয় রেলগোষ্ঠী লিমিটেড কোম্পানির শাংহাই শাখা বিভাগ বয়স্ক ও শিশু যাত্রীদের সেবার মান উন্নত করেছে। শিশুদের ভ্রমণ সমৃদ্ধ করার জন্য তাদেরকে মজার রঙিন কার্ড বিতরণ করেছে তারা। উহানের শাখা বিভাগ স্থানীয় পরিবহন বিভাগের সঙ্গে ট্রেনের রিয়েল-টাইম গতিশীল তথ্য ভাগাভাগি করেছে, যাতে বাস ও ট্যাক্সির সমন্বয় করে পরিবহণ দক্ষতা বাড়ানো যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)