বিদ্যুৎ সরবরাহ প্রকল্প বাস্তবায়নে চীন-ব্রাজিল চুক্তি
2024-04-06 20:33:45

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় আল্ট্রা-হাই ভোল্টেজ (ইউএইচভি) ডাইরেক্ট কারেন্ট (ডিসি) বিদ্যুৎ সরবরাহ লাইন প্রকল্প বাস্তবায়নে একটি ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষর করেছে চীন ও ব্রাজিল।

ব্রাজিলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চু ছিংছিয়াও, ব্রাজিলের খনিজ ও জ্বালানি মন্ত্রী আলেকজান্দ্রে সিলভেইরা এবং ব্রাজিলের বিদ্যুৎ নিয়ন্ত্রণ এজেন্সির প্রধান সানডোভাল ফেইটোসা গত বুধবার

এ চুক্তিতে সই করেন।

চীনের স্টেট গ্রিড কম্পানি ১ হাজার ৪৬৮ কিলোমিটার দীর্ঘ এ সরবরাহ লাইন প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে। এর মাধ্যমে ব্রাসিলিয়ার মহানগর অঞ্চলে ৫০ লাখ কিলোওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, যা ১২ মিলিয়নেরও বেশি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে।

২০২৯ সালের মধ্যে এ প্রকল্প চালু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এটি ব্রাজিলের বিদ্যুৎ অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এবং দেশটির ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সাহায্য করবে। পাশাপাশি চীন ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেবে এ প্রকল্প।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি