ছিংমিং উৎসবের ছুটিতে বসন্ত উপভোগ করছেন পর্যটকরা
2024-04-06 20:41:46

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক : ছিংমিং ফেস্টিভাল তথা সমাধি পরিষ্কারের উৎসবকে কেন্দ্র করে চীনজুড়ে মানুষ বসন্তের সৌন্দর্য উপভোগ করতে নৈসর্গিক স্পটগুলোতে ভিড় করছেন। গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের ছিংমিং উৎসবে চমৎকার চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রশংসা করতে যাদুঘর পরিদর্শন করছেন। 

ছিংমিং উৎসবে চীনারা তাদের মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পূর্বপুরুষদের উপাসনা করে এবং বসন্তের সময়টাকে উপভোগ করতে বসন্ত ভ্রমণে যায়।

দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের ছুচিয়াং সিটিতে বন্য আজালিয়া ফুলে আবৃত ঢাকা পড়েছে পাহাড়। আজালিয়ার এই সৌন্দর্য যেন একটি মনোরম রঙের চমৎকার ভূদৃশ্য তৈরি করে। আর বসন্তের মনোমুগ্ধকর সৌন্দর্যের সাক্ষী হতে স্থানীয় বিখ্যাত আজলিয়ার অরণ্যে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা।

ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরদোস শহরটিও প্রাণ ফিরে পেয়েছে। ছিংমিংয়ের ছুটিতে স্থানীয়রা বিভিন্ন আকার ও রঙের ঘুড়ি ওড়ানোর প্রাচীন ঐতিহ্যে মেতে উঠেছে এখানে।

দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের মিয়ানয়াং শহরের শিশুরা ঐতিহ্যবাহী খাবার ছিংথুয়ান তৈরি করে উৎসবের আনন্দ ভাগাভাগি করছে।  এটি একটি মিষ্টি সবুজ চালের বল, যা ছিংমিং উৎসবেই পরিবেশিত হয়। এদিকে, পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসুর সুচৌ জাদুঘরেও পর্যটকের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি :  সিসিটিভি