৪০ কোটি বছর আগের প্রবালের জীবাশ্ম আবিষ্কার চীনে
2024-04-06 20:37:50

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুবেই প্রদেশের ইয়ুনসি কাউন্টির উত্তর-পশ্চিমাঞ্চলের ছিনলিং পর্বতমালায় দেবোনিয়ান যুগের প্রবালের জীবাশ্ম আবিষ্কার করেছেন একদল চীনা গবেষক। প্রবালের জীবাশ্মগুলো প্রায় ৪০ কোটি বছর আগের।

গবষেকদের ধারণা, এক সময় ছিনলিং পর্বতমালা সমুদ্রের গভীরে নিমজ্জিত ছিল, যা বর্তমানে বিশাল পাহাড়ে পরিণত হয়েছে।

হুবেই প্রদেশের ভূ-বিজ্ঞান ইন্সটিটিউটের গবেষণা দলটি মার্চ মাসের শেষ দিকে আবিষ্কারটি করে।

জীবাশ্ম গবেষণা কেন্দ্রের পরিচালক এবং হুবেইয়ের প্রাদেশিক জীবাশ্ম কমিটির সদস্য চাও বি জানান, প্রায় ৩৬ থেকে ৪০ কোটি বছর আগের দশটিরও বেশি প্রজাতির প্রবাল শনাক্ত করা হয়েছে।

৩০০ বর্গকিলোমিটারেরও বেশি অঞ্চলজুড়ে প্রবালের এসব জীবাশ্ম পাওয়া গেছে।

এই আবিষ্কার থেকে ছিনলিং পর্বতমালার উৎপত্তি ও বিবর্তনের রহস্য এবং দেবোনিয়ান পিরিয়ডের ভূতত্ত্ব অনুসন্ধানের ক্ষেত্রে নতুন নতুন তথ্য জানা যাবে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: চায়না ডেইলি