ব্রাজিলের প্রতিরক্ষা প্রদর্শনীতে চীনা শিল্পপ্রতিষ্ঠান নজর কেড়েছে
2024-04-06 19:08:44

এপ্রিল ৬: তিন দিনব্যাপী ‘লাতিন আমেরিকা মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী-২০২৪’ গত বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলো শহরে শেষ হয়েছে। এতে অংশগ্রহণকারী বহু চীনা শিল্পপ্রতিষ্ঠান নিজেদের উচ্চ প্রযুক্তির সামরিক ও বেসামরিক সরঞ্জাম দেখিয়েছে। লাতিন আমেরিকার বাজার আরও বৃদ্ধির প্রত্যাশা করছে তারা।

ব্রাজিলের হিকমাইক্রো কোম্পানির বিক্রয় প্রতিনিধি চাং পোহুই বলেন, চীনের তাপীয় ইমেজিং প্রযুক্তি ইতোমধ্যেই ব্রাজিলের পৌরসভা, খনন, শিল্প পার্ক এলাকা এবং আবাসিক খাতে ব্যবহার করা হয়েছে। এতে ব্রাজিলের গ্রাহক দারুণ আগ্রহী, নিরাপত্তা খাতে চীনের প্রস্তাবও চায় ব্রাজিল।

 

উল্লেখ্য, ব্রাজিলের প্রতিরক্ষা প্রদর্শনী ১৯৯৭ সালে শুরু হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে লাতিন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এটি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)