দক্ষিণ চীন সাগর বিরোধে উস্কানিদাতা যুক্তরাষ্ট্র
2024-04-05 18:16:13

এপ্রিল ৫: নানশা দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব সম্পর্কে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরে একাধিক নথি দীর্ঘদিন ধরে স্পষ্ট করে দিয়েছে যে নানশা দ্বীপপুঞ্জ চীনের ভূখন্ড। কিন্তু, ভূখন্ড বিরোধে সবসময় নিরপেক্ষ থাকার দাবিদার যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে শান্তি দেখতে চায় না। ফিলিপাইন ও অন্যান্য দেশগুলোকে ঘন ঘন চীনের বিরুদ্ধে উস্কানি দিতে উত্সাহিত করেছে দেশটি।

সিজিটিএন-এর সংবাদদাতা লিউ সিনের সাথে সম্প্রতি একান্ত সাক্ষাত্কারে, আন্তর্জাতিক আইনে সুপরিচিত পণ্ডিত এবং পিকিং ইউনিভার্সিটির স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সম্মানসূচক ভিজিটিং প্রফেসর অ্যান্টনি কার্টি দক্ষিণ চীন সাগরের বিরোধের পিছনে সবচেয়ে বড় সুবিধাভোগীর তথ্য প্রকাশ করেছেন।

(জিনিয়া/হাশিম/শুয়েই)