রাশিয়ার স্নোফিল্ডে পিএলএ সদস্যদের প্রশিক্ষণ
2024-04-05 16:51:04

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: ইন্টারন্যাশনাল আর্মি গেমসের অংশ হিসেবে স্নোফিল্ড যুদ্ধ ও মার্চ প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটি। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এসব প্রশিক্ষণ গ্রহণ করে তারা।

প্রথম দিনে পিএলএর চীনা পুরুষ দল গ্রুপ শুটিং, গ্রুপ স্কিয়িং এবং আহতদের উদ্ধারের প্রশিক্ষণ গ্রহণ করেন। অন্যদিকে নারী দলটি তুষারধ্বসে অনুসন্ধান ও উদ্ধার, দড়ি ও হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করার প্রশিক্ষণ গ্রহণ করেন।

দুই-পর্বের এ প্রতিযোগিতায় প্রতিটি দলের সদস্যকে গড়ে ৩৫ কিলোগ্রাম ওজন বহন করতে হবে, কঠিন শীতল আবহাওয়ায় অনুসন্ধান ও উদ্ধার, দলগত স্কিয়িং এবং দলগত গুলিবর্ষণসহ ১২টি কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া স্নোফিল্ডে ৫০ কিলোমিটারেরও বেশি পদযাত্রা করতে হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত ইন্টারন্যাশনাল আর্মি গেমস হলো বার্ষিক আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি প্রথম ২০১৫ সালের অগাস্টে অনুষ্ঠিত হয়েছিল এবং দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কয়েক ডজন ইভেন্টে প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করে।

চীনের পিপলস লিবারেশন আর্মির ৭৮তম গ্রুপ থেকে নির্বাচিত ২৩ জন সদস্যকে নারী ও পুরুষ এই দুটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রথমবারের মতো চীনা নারী সৈন্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

শুভ/শান্তা