বিশ্বের সবচেয়ে প্রাচীন কোরান-পাণ্ডুলিপির একটি আছে চীনে
2024-04-05 16:49:54

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সালার মুসলিম জাতির সংগ্রহে আছে পবিত্র কোরান শরিফের এমন একটি কপি যা বিশ্বের প্রাচীনতম কোরান-পাণ্ডুলিপিগুলোর অন্যতম। ধারণা করা হয় এই হাতে লেখা কপি ১১০০ থেকে ১৩০০ বছরের প্রাচীন। এটি বিশ্বের সবচেয়ে পুরনো কোরান-পাণ্ডুলিপির তিনটির মধ্যে একটি।

৮৬৭ পাতায় ৩০ পারা কোরান শরিফ দুইটি খন্ডে রয়েছে যার ওজন ১২.৭৯ কিলোগ্রাম। গণ্ডারের চামড়ায় বাঁধানো কোরান শরিফের উপরে রয়েছে নকশা করা। নীল সিল্কে মোড়ানো রয়েছে খণ্ডদুটি।

২০০৯ সালে একে জাতীয় দুর্লভ পুস্তকের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। বিশেষজ্ঞরা এই কপি সংরক্ষেণের ব্যবস্থা করেন। একে আবহাওয়া নিয়ন্ত্রক কাঁচের বাক্সে স্থাপন করা হয় যাতে আর্দ্রতার পরিবর্তন, তাপ বা শীতলতায় কোন ক্ষতি না হয়।

কিংবদন্তি অনুসারে চীনের ৫৬ জাতির অন্যতম মুসলিম সালার জাতির পূর্ব প্রজন্মের মানুষরা মধ্য এশিয়া থেকে চীনে আসার সময় কোরান শরিফের এই হাতে লেখা কপি তাদের সঙ্গে পরম যত্নে বহন করে নিয়ে আসেন।

 সালার জাতি ছিংহাই প্রদেশে সালার স্বায়ত্বশাসিত জেলা সুনহুয়ায় ১৩শ শতকে বসতি গাড়ে। সেখানে মসজিদে এই কপি সংরক্ষিত ছিল। বর্তমানে এই কোরান শরিফের কপি তাদের কাছে ওই জেলাতেই চিয়েজি মসজিদেই রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে তা রাখা হয়েছে বিশেষভাবে নির্মিত কাচের বাক্সের ভিতর।

এটি প্রথমবারে মতো সকলের দেখার ব্যবস্থা করা হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে। ছিংহাই, কানসু এবং চীনের অন্যান্য দূর দূরান্ত স্থান থেকে এই কোরান শরিফ দেখার জন্য মুসলিমরা আসেন।

শান্তা/রহমান