ঢাকার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়
2024-04-05 17:02:12

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। ঘরমুখো যাত্রীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বাস টার্মিনালগুলো।

শুক্রবার গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এ বাস টার্মিনাল থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাস বেশি ছেড়ে যায়। কাউন্টারগুলোর সামনে হাঁকডাকে ব্যস্ত পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই চিত্র দেখা গেছে মহাখালী বাস টার্মিনালেও।

কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু হলে এখনকার তুলনায় যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টার্মিনাল প্রাঙ্গণে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল ঈদ উদযাপিত হতে পারে। সরকারিভাবে ঈদের ছুটি শুরু হবে ১০ এপ্রিল থেকে। তবে অনেকে পরে ভিড় হওয়ার শঙ্কায় পরিবার আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।

শুভ/শান্তা