বেশিরভাগ মূলধনী পণ্যের দাম কমেছে চীনে
2024-04-05 17:00:15

এপ্রিল ০৫, সিএমজি বাংলা ডেস্ক: গত মার্চ মাসের শেষার্ধে চীনে বেশিরভাগ ক্যাপিটাল গুডস বা মূলধনী পণ্যের দাম কমেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান ব্যুরো দর পর্যবেক্ষণ করে এমন ৫০টি মূলধনী পণ্যের মধ্যে ৩১টির মূল্য কমেছে এবং ১৯টির দাম বেড়েছে। এসব পণ্যকে ৯টি শ্রেণিতে বিভক্ত করেছে ব্যুরো, যেগুলোর মধ্যে রয়েছে স্টিল টিউব, পেট্রল ও সার।

সারা চীনের ৩১টি প্রাদেশিক-স্তরের অঞ্চলে প্রায় ২ হাজার পাইকারী বিক্রেতা ও পরিবেশকদের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর মূলধনী পণ্যের মূল্য-সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো।

 রহমান/শান্তা