এখন অনলাইনে কেনা যাবে সম্রাট ছিনশিহুয়াং এর সমাধিস্থানের টিকেট
2024-04-05 16:57:20

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইতিহাসখ্যাত সম্রাট ছিন শিহুয়াং এর সমাধিস্থানের জাদুঘর দেখার জন্য এখন অনলাইনে টিকেট কিনতে পারবেন বিদেশি পর্যটকরা। বুধবার সমাধি সাইট মিউজিয়াম আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা প্ল্যাটফর্ম চালু করে। প্লাটফর্মটি ২৪টি ভাষায় পরিষেবা প্রদান করছে। ৩৯টি দেশ ও অঞ্চলের পর্যটকরা অগ্রিম রিজার্ভেশনের জন্য ২৯ রকম মুদ্রা ব্যবহার করতে পারবেন।

২০ মার্চ পরীক্ষামূলকভাবে চালু করার পর থেকে প্ল্যাটফর্মটি এরমধ্যেই দুই হাজার জনেরও বেশি পর্যটককে রিজার্ভেশন সুবিধা দিয়েছে।

উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে অবস্থিত ছিন রাজবংশের সম্রাট ছিনশিহুয়াং এর সমাধিস্থানের জাদুঘর বিশ্ববিখ্যাত। টেরাকোটা ওয়ারিয়র্স বা পোড়ামাটির তৈরি যোদ্ধাদল এই সমাধির প্রধান আকর্ষণ। গত বছর ১১.২ মিলিয়নের বেশি পর্যটক এই স্থানে ভ্রমণ করেন।

১৯৭৪ সালে এই সমাধিস্থল আবিষ্কৃত হয় যাকে বলা হয় বিশ শতকের অন্যতম প্রধান প্রত্নতাত্বিক আবিষ্কার। মানুষের সমান আকৃতির টেরাকোটা যোদ্ধাদের সৈন্যদল নির্মিত হয় ছিন রাজবংশের(২২১ খ্রিস্টপূর্ব থেকে ২০৭ খ্রিস্টপূর্বাব্দ) সম্রাট ছিনশিহুয়াংয়ের শাসনকালে। ছিনশিহুয়াং প্রথমবারের মতো পুরো চীনকে ঐক্যবদ্ধ করেন।

শান্তা/রহমান

তথ্য: সিনহুয়া