চীনের ছিংমিং উৎসবে দেশি বিদেশি পর্যটকের ভিড়
2024-04-05 16:58:33

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী ছিংমিং ফেস্টিভ্যাল এবং বসন্তকালীন সৌন্দর্য উপভোগের জন্য বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার ছিল ছিংমিং ফেস্টিভ্যাল বা সমাধি পরিষ্কারকরণ উৎসব। ছুটির এই দিনটিতে বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিতস্থানে পর্যটকের ঢল নামে। বেইজিংয়ের থিয়েনথান বা স্বর্গমন্দির পার্ক হলো একটি জনপ্রিয় পর্যটন স্থান।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘আমরা কাছাকাছি থাকি, আমরা এখানে বেড়াতে এসেছি। ছুটির সময়, আমরা এক দিন ছুটি নিয়ে বিশ্রাম নিতে চাই, প্রকৃতিকে অনুভব করতে চাই’।

জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে বিদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের শুরু থেকে, চীন তার ভিসা-মুক্ত নীতিসমূকে অপ্টিমাইজ করে চলেছে। এই ধরনের অনুকূল নীতি বিদেশী দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি করেছে।

২০২৪ সালের প্রথম তিনমাসে সিট্রিপ এর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অর্ডারের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায়  বছরে ১৮৮ শতাংশ বেড়েছে, যার মধ্যে ইস্টারের পর শেষ সপ্তাহান্তে ইনবাউন্ড ট্রাভেল অর্ডারের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৪৬  শতাংশ বেড়েছে।

লন্ডন থেকে আসা একজন পর্যটক বলেন, "আমরা অনেক ভ্রমণ করেছি, এবং আমরা সত্যিই মহাপ্রাচীর দেখতে চেয়েছিলাম।আপনি বাড়িতে থাকার সময় এ বিষয়ে অনেক কিছু শুনেছেন। এছাড়াও, আমরা সত্যিই চীনের ইতিহাস পছন্দ করি, আমি সামাজিক ইতিহাসে খুব আগ্রহী। চাইনিজ মানুষ সুন্দর। এটি সত্যিই দেখার মতো একটি সুন্দর দেশ।’

নেদারল্যান্ডসের একজন পর্যটক বলেন, "আমি ৩০ দিন, এক মাস, আমার ভিসার মেয়াদের পুরো সময়টা থাকছি। আমি নেদারল্যান্ডস থেকে এসেছি। আমরা বেইজিং থেকে শাংহাই, ডাথং, পিংইয়াও, এবং সিয়ান যাচ্ছি। এটি আমার চতুর্থ বার। চীন অনেক বড়, অনেক বড়, পুরো দেশ দেখতে অনেকগুলো জীবন লাগবে।”

শান্তা/রহমান