‘হলুদ সম্রাট’ হুয়াং তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান
2024-04-05 16:56:29

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা জাতির প্রাচীন জনক সম্রাট হুয়াংতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বৃহস্পতির এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শায়ানসি প্রদেশে। সম্রাট হুয়াংতি ‘হলুদ সম্রাট’ বা ইয়েলো এমপেরর হিসেবেও খ্যাত। তিনি কতটা পৌরাণিক ও কতটা ঐতিহাসিক সে বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও ধরে নেয়া হয় খ্রিস্টপূর্ব ২০০০ সালের দিকে তিনি চীনা সভ্যতার সূচনা করেন। তাকে সকল চীনা মানুষের পূর্বপুরুষ বলা হয়।

সম্রাট হুয়াংতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছিংমিং ফেস্টিভ্যালের দিন চীনা সংস্কৃতির বর্ণাঢ্য পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। ঐতিহ্যবাহী পোশাকে নাচ, গান,  ড্রাগন নাচসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়  হুয়াংতির প্রতি। চারশ’র বেশি মানুষ এ অনুষ্ঠানে সমবেত হন। এদের মধ্যে প্রবাসী চীনা এবং বিদেশি পর্যটকরাও ছিলেন।

ছিংমিং ফেস্টিভ্যাল হলো চীনের ঐতিহ্যবাহী ‘সমাধি পরিষ্কারকরণ দিবস’। এদিন প্রয়াত স্বজনদের প্রতি শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। চলতি বছর চীনজুড়ে ছিংমিং দিবস পালন করা হয়েছে বৃহস্পতিবার।

শান্তা/রহমান